প্রকাশিত: Thu, Dec 21, 2023 6:53 PM আপডেট: Sun, Jan 25, 2026 7:45 PM
[১] লাঙ্গল মার্কায় ভোট চাইলেন নিজাম হাজারী এমপি
বাহার উল্লাহ বাহার, সোনাগাজী(ফেনী) :[২] ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করা।
[৩] তিনি আরো বলেন, ফেনী-৩ এর নির্বাচনী এলাকা সোনাগাজী ও দাগনভুঞা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন মাসুদ চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ।
[৪] বৃহষ্পতিবার বিকালে জারা কমিউনিটি সেন্টারে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
[৫] তিনি আরো বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আ'লীগের সকল স্তরের নেতাকর্মীর স্বস্তি। এর জন্য যেকোন বিষয়ে আমরা ছাড় দিতে প্রস্তুত।